আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকালে মন্ত্রী পূর্ব নির্ধারিত সফর সূচীর অংশ হিসেবে মাধবপুর সড়ক ও জনপথ বাংলোতে পৌঁছলে স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সুকোমল রায়, মেয়র হীরেন্দ্র লাল সাহা, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, মাধব রায়, ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশগুপ্ত, আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খাঁন, উপ-প্রচার সম্পাদক আইয়ুব খান, পৌর আওয়ামীলীগ সভাপতি বেনু রঞ্জন রায়, সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিটু, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুছ চকদার মাখন, সৈয়দ রকিবুল হোসাইন তানজীর, সৈয়দ মাহমুদুল হাসান তাহমীর, আব্দুল আওয়াল মোল্লা, রফু চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক কাউছার মোল্লা, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, মোঃ বিল্লাল হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক কাউছার খান, যুবলীগ নেত্রী ফাতেমাতুজ্জরা, মেহেদী হাসান কুতুব, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক একরামুল আলম লেবু, প্রনববন্ধু ভৌমিক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শান্ত, শেখ সাগর আহম্মেদ, জমির আলী প্রমুখ।