বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুরে রং নাম্বারে দেখা করতে এসে প্রেমিক প্রেমিকা জনতার হাতে আটক হযেছে ।
জানা যায়, আওয়ামীলীগ নেতা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসিমের নাতি সফিয়াবাদ গ্রামের আফসার উদ্দিনের ছেলে সুমন মিয়ার সাথে রং নাম্বারে পরিচয় হয় মিরপুর ইউনিয়নের বশিনা গ্রামের মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ছাদিয়ার সাথে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে দি হোপ ইন্টারন্যাশনাল সহকারী শিক্ষক আব্দুল আওয়ালের কাছে প্রাইভেট পড়ার সুবাদে দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের অপজিটে আওয়ালের বাসায় আপত্তিকর অবস্থায় আটক করে এলাকার জনতা। পরে ছাদিয়া স্কুলের লেট্রিনের ভেতরে প্রবেশ করে নিজেকে জনতার হাত থেকে বাচার চেষ্টা করে। খবর পেয়ে ছাদিযার মা, চাচা ও দি হোপের পরিচালক প্রভাষক আইয়ূব আলী উপস্থিত হয়ে লেট্রিনের ভেতর থেকে দরজা খুলে বাহির করে সিএনজিতে তুলে বাড়িতে পাঠিয়ে দেয়। এ সময় চাচা ভাতিজিকে বেরধক আঘাত করেছে বলে স্থানীয় লোকজন জানান।
এদিকে বখাটে সুমনকে উত্তম মধ্যম দিয়ে স্কুল থেকে বের করে দেয়া হয়। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।