প্রেস বিজ্ঞপ্তি ॥ শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় গোবিন্দ জিউর আখরায় এ সভা অনুষ্ঠিত হয়। পৌর শাখার সভাপতি বাবুল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কর্নমনি দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নিখিল আচার্য্য, সহ-সভাপতি অশোক তরু দাশ, সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল, কোষাধ্যক্ষ প্রমথ চক্রবর্ত্তী বেনু, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সদস্য সচিব রঙ্গলাল রায়। এছাড়া উপস্থিত ছিলেন, পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি রায়, সহ-সভাপতি গজেন্দ্র দাশ, সহ-সভাপতি নিপেন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, শিলাপদ দাশ, কোষাধ্যক্ষ উৎপল দাশ, সাংগঠনিক সম্পাদক প্রনব চন্দ্র দেব, ধর্মীয় বিষয়ক সম্পাদক বিষ্ণু আচার্য্য, কার্যনির্বাহী সদস্য রান্টু চক্রবর্তী, সমীর চক্রবর্ত্তী, নিরু দেব (নিরু), উত্তম কুমার রায়, পার্থ পাল, বিধান দেব, পিযুজ কান্তি দাশ, পান্ডব দেব, পরিমল শীল, রতন মহালদার, তপন জ্যোতি দে, উপদেষ্ঠা কমিটির সদস্য মন্টু আচার্য্য, গোবিন্দ জিউর আখরা পূজা মন্ডপের সভাপতি সুবিনয় কর, সাধারণ সম্পাদক অসীম রায়, প্রগতি সংঘ পূজা মন্ডপ সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, সাধারণ সম্পাদক বিপব কান্তি দাশ দিপন, সংঘমিত্র পূজা মন্ডপের সভাপতি বিধান ধর, সাধারণ সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, সন্যাস সংঘ পূজা মন্ডপের সভাপতি সুশান্ত বনিক, সাধারণ সম্পাদক যুব দাশ, জয়দুর্গা পূজা মন্ডপের সভাপতি দিপক দেব, সাধারণ সম্পাদক অজিত দেব, পূর্ব তিমিরপুর সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি পিনাক পুরকায়স্থ (নান্ত), সাধারণ সম্পাদক নিশি সূত্রধর, গীতা সংঘ পূজা মন্ডপের সভাপতি সুবল চন্দ্র দেব, সাধারণ সম্পাদক সজল চন্দ্র দেব। সভায় বক্তাগন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকলের প্রতি আহবান জানান।