নবীগঞ্জ প্রতিনিধি ॥ হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির চাল নবীগঞ্জের অধিকাংশ ডিলার গায়েব করে ফেলেছেন বলে অবিযোগ উঠেছে। এ নিয়ে সর্বমহলে আলোচনা হচ্ছে। গতকাল এক ডিলারের গুদাম পরিদর্শন করে ১৮ টন চালের মধ্যে পাওয়া গেছে ২ টন। বাকী চাল কোথায় এর সদোত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট ডিলার।
নবীগঞ্জ উপজেলা খাদ্য গুদান কর্মকর্তা রূপালী দাস জানান, সরকারের দেয়া কর্মসুচি বাস্তবায়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য প্রতি ইউনিয়নে ২ জন করে ডিলার নিয়োগ করা হয়েছে। এবং প্রত্যেক ইউনিয়নে নির্দিষ্ট সংখ্যক লোকের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য সংশ্লিষ্ট ডিলারগণ গত ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে গুদাম থেকে চাল উত্তোলন করেন। উত্তোলিত চাল নবীগঞ্জ উপজেলার ৩/৪টি ইউনিয়নের ডিলারগণ ৩০ সেপ্টেম্বর থেকে চাল বিক্রি করলেও অন্যান্য ডিলারগণ চাল বিক্রি না করে গায়েব করে ফেলেছেন বলে অভিযোগ উঠে। ক্ষুব্ধ হয়ে হয়ে উঠে সাধারণ জনগণ। এমনই অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি চাউল বিতরনের ডিলার কনক দাশের উপজেলা খাদ্য গুদাম থেকে গত ২৯ সেপ্টেম্বর ডি নং ৫৩২৭৮০৭ এর মাধ্যমে ১৮ মেট্রিক টন চাউল উত্তোলন করেন। কিন্তু ডিলার করগাও ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে চাল বিক্রি করেন নি বলে অভিযোগ উঠে। ইউপি সদস্য সাইদুর রহমান সাংবাদিকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। স্থানীয় মেম্বারগণের মৌখিক অভিযোগ করলে তাৎক্ষনিক উপজেলা খাদ্য নিয়ন্ত্রন ইন্সেপেক্টর শহিদুল ইসলাম গতকাল বিকেলে কনক দাশের দোকানে গিয়ে ঘটনার সত্যতা পান। তিনি দেখতে পান গুদাম থেকে ১৮ মেট্রিক টন চাউল উত্তোলন করা হলেও ডিলারের গুদামে ২ মেট্রিক টন চাউল রয়েছে। বাকী চাউল কোথায় জানতে চাইলে সে কোন উত্তর না দিয়ে কনর একাধিক নেতার নিকট ফোন করে নিজেকে রক্ষা করার জন্য অকুতি জানায়। ইন্সপেক্টর ঘটনাস্থল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।
এ ব্যাপারে কনক দাশ জানান, তিনি ১৮ মেট্রিক টন চাউলের ৩৬০ বস্তা চাউল হয় এর মধ্যে তার গুদামে ১৫০ বস্তা চাউল আছে। বাকী ২১০ বস্তা চাউল আজ খাদ্য গুদাম থেকে নিয়ে বিক্রির উদ্বোধন করবেন। অসুস্থতার জন্য তিনি চাল বিক্রি করতে পারেননি।