বাংলাদেশের সম্প্রতি সময়ে সংঘটিত বিভিন্ন জঙ্গী, সন্ত্রাসী হামলার কারণে এবারের শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তা ও করণীয় সম্পর্কে কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদ গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পন্যব্রত চৌধুরী বিভূ এবং সাধারণ সম্পাদক অপুন কুমার দেব মনা। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদ গৃহীত সিদ্ধান্ত জেলায় অনুষ্ঠিত সকল পূজা মন্ডপের কর্মকর্তাদের যথাযথভাবে অনুস্মরণ করা বাঞ্চনীয়। কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের নিদের্শনাবলী হচ্ছে-১. প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা বেষ্টনি নির্মাণ করুন। ২. পূজা মন্ডপে নারী ও পুরুষের পৃথক আগমন এবং নির্গমন পথ রাখুন। ৩. কার্ডধারী নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে ২৪ ঘন্টা তদারকী/পাহারার ব্যবস্থা রাখুন। ৪. কোনরূপ আতসবাজি ও পটকা ফোটানো যাবে না। ৫. ১১ অক্টোবর ২০১৬ রাত ৯টার মধ্যে বিসর্জন সম্পন্ন করুন। ৬. পূজা মন্দির ও সমগ্র এলাকায় পর্যান্ত ও বিকল্প আলোর ব্যবস্থা রাখুন। ৭. ভক্তিমূলক সংগীত ব্যতীত অন্য সংগীত বাজানো যাবে না। ৮. সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখুন। ৯. অনাকাঙ্খিত যে কোন দুর্ঘটনার সংবাদ তাৎক্ষনিকভাবে ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, পৌর কমিটি ও জেলা কমিটিকে/ জেলা কমিটির সংশ্লিষ্ট জেলার আইন শৃংঙ্খলা বাহিনী এবং কেন্দ্রীয় কমিটিকে তাৎক্ষণিক অবগত করিবেন। ১০. অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় কর্মকান্ডে কোনরূপ বিঘœ সৃষ্টি হতে পারে বলেণ প্রতীয়মান সকল কর্মকান্ড থেকে বিরত থাকবেন।