নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পুলিশিং কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে কমিটি পুনর্গঠন লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। ইউপি পুলিশিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানঁ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ পারছু মিয়া, প্যানেল চেয়ারম্যান-২ শাহ সামছুল ইসলাম সুজন, প্যানেল চেয়ারম্যান-৩ রাজিয়া বেগম, মেম্বার শ্রীভাষ পাল, আকাব মিয়া, গোলাম হোসেন চৌধুরী রাজু, আল আমীন খান, আব্দুল মন্নাফ, এম এ বাছিত, আব্দুস ছুবান, প্রাক্তন মেম্বার মুহিতুর রহমান, প্রাক্তন মেম্বার ছুনু মিয়া, আব্দুল মজিদ, এনাম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক উজ্বল সরদার, শরীয়ত আলী, মোতাব্বীর আলী সরদার, সুশিতল রায় ও আওয়ামী মহিলালীগের নেত্রী শেখ ছৈফা রহমান প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খানঁ পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগান’কে সামনে রেখে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পুনর্গঠন কমিটিতে যারাই নেতৃত্বে আসবেন, তাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এলাকায় চুরি, ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা রোধে সকলকে এগিয়ে আসতে হবে। পরে সর্ব সম্মতিক্রমে ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা’কে সভাপতি ও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কুর্শি ইউনিয়ন পুলিশিং কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির নেতৃত্বে আগামী ১৫ অক্টোবরের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।