স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার টুপিয়াজুরি গ্রামে ভাসুর ও ভাসুরপুত্রের হামলায় আহত গৃহবধু আফিয়া খাতুন (২৬) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত রবিবার এ ঘটনা ঘটে। এরপর ওই গৃহবধুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত আফিয়া জানান, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার ভাসুর বজলু মিয়ার সাথে তার বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ওইদিন বজলু মিয়া ও তার পুত্র সাদ্দাম তাকে মারধোর করে আহত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।