স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ প্রজন্ম (স্বেচ্ছায় রক্তদান ও রক্ত দাতা সংগ্রহে স্বেচ্ছাসেবী সংগঠন) আউশকান্দি, নবীগঞ্জ এর উদ্দোগ্যে ৭টি উচ্চ মাধ্যমিক ও ২টি মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্র“পিং ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হলরুমে এয়াজিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন। নবীগঞ্জ উপজেলার কলেজগুলোর ক্যাম্পেইনের মেডিসিন দিয়ে সহযোগীতা করেন লন্ডন প্রবাসী ইফতেখার আলমের আবুল কাসেম ট্রাষ্ট, ফুল অব্ লাইট সোসাইটি, রোটারী ইন্টারন্যাশনাল ব্লাড ব্যাংক হবিগঞ্জ, মালয়েশিয়া প্রবাসী আলী আমজাদ, টি’শার্ট দিয়ে সহযোগীতা করেন সংগঠনের রক্তদাতা সদস্য জাহিদুর রহমান। রক্তদান সম্পর্কীত লিফলেট দিয়ে সহযোগীতা করেন সার্কেল কারিগরী শিক্ষা কেন্দ্র। উক্ত ক্যাম্পেইনে প্রায় ৪ শতাধিক ছাত্র ছাত্রীদের বিনামূল্য রক্তের গ্র“প নির্নয় করা হয়।
উল্লেখ্য, রক্তদানে সচেতনতা বৃদ্ধির জন্য সংগঠনটি প্রায় ৪বছর ধরে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছে।