নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা আব্দুল মতিন স্কয়ার সংলগ্ন আরসিসি সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ সড়কের উদ্বোধন করেন। সরকারের বার্ষিক উন্নয়ন প্রকল্পের এডিপির বিশেষ বরাদ্দ ২০ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়। শহরের ব্যস্ততম আব্দুল মতিন স্কয়ার ডিভাইডারের এ সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় শহরের যানজট সমস্যা অনেকাংশে লাঘব হবে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ সড়ক উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল মালিক, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, বিএনপির সাধারণ সস্পাদক মুজিবুর রহমান শেফু, পৌর সচিব নুরে আলম, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া, প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, রিজভী আহমেদ খালেদ, জ্যোতিকার রানী দাশ, কাউন্সিলর এটিএম সালাম, সুন্দর আলী, সন্তুষ দাশ, রুহুল আমিন রপু, জাকিয়া আক্তার লাকি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী কাজল মিয়া, কোষাধ্যক্ষ মোতাহির মিয়া, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জায়েদ চৌধুরী প্রমূখ।