মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে দু’বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহবুবুর রহমান রুবেল (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে থানা উপপরিদর্শক এসআই মমিনুল ইসলাম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রুবেল উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ জানায় ২০১১ সালের একটি চেক ডি-অর্নার মামলায় দু’ বছরের সাজা হওয়ার পর থেকেই রুবেল পলাতক ছিল।