চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুনারুঘাট নবগঠিত কমিটি পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় ৬টায় বাসুদেব মন্দির প্রাঙ্গেনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নগগঠিত পৌর কমিটির এক পরিচিত সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রঙ্কজ কান্তি কর ও কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দত্তের পরিচালনায় পরিচিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, রাই রঞ্জন পাল, সুরঞ্জন ধর, নৃপেন্দ্র চক্রবর্তী, পাঙ্কজ কান্তি পাল, সুদিন নাগ, কৃপেশ দেব, তরুণ ভট্টাচার্য্য প্রমূখ।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় লক্ষ্যে সকলই পূজামন্ডপ পরিদর্শন করার সিদ্ধান্ত নেন। এছাড়াও পৌরসভার অনুষ্ঠিত পূজামন্ডগুলোতে এবং মধ্যবাজারে পৌরবাসীদেরকে শারদীয় শুভেচ্ছার জন্য পাঁচটি ব্যানার টানানোর সিদ্ধান্ত হয়। সভার শেষে বিশ্বশান্তি কামনার্থে প্রার্থনা শেষে এক মিনটি নীরতবা পাল করা হয়।