নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, দেশরতœ শেখ হাসিনা’র সরকার ক্ষমতায় এলে গরীব ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে। উন্নয়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ বাংলাদেশ। গতকাল শনিবার সকালে উপজেলার করগাওঁ ইউনিয়নে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দরিদ্রদের মাঝে ১০ টাকা মূল্যে খাদ্যশষ্য বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের পূর্বে প্রতিশ্র“তি দিয়েছিলেন, নির্বাচিত হলে দরিদ্র ও গরীব মানুষদেরকে ১০ টাকা কেজিতে চাল দিবেন। আজ সেই প্রতিশ্র“তির বাস্তবায়ন করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানঁ, প্রাক্তণ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংগঠক আব্দুর রউফ, পৌর সভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, ডিলার আবুল কালাম আজাদ প্রমুখ।