স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সাঙ্গর গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই দলের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। এর মাঝে তিনজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষ হয়।
জানা যায়, ওই গ্রামের মৃত ইন্তাজ মিয়ার পুত্র শহীদ মিয়া ও একই এলাকার আলদু মিয়ার পুত্র মাহফুজ মিয়ার মাঝে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল এ বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। এতে তুলনা বেগম (৩৫), পিংকি বেগম (৩০) ও শহীদ মিয়া (৫৫) আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।