স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মাদক সম্রাট আব্দুল হামিদকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গতকাল রোববার ভোররাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানার এসআই মহসিন অভিযান চালিয়ে তার নিজ বাড়ী মন্ডলকাপন গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।