চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট এক্সপ্রেসের আয়োজনে পৌর এলাকার ডি.সি.পি হাই স্কুল মাঠে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর এ ক্রিকেট লীগের উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জিয়াউল হাসান তরফদার মাহীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী, চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাজী জিল্লুল কাদির লস্কর রিমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিটন, আলমগীর, লিজন, মেজবাহ্, রাজু, প্রাণতোষ, আকিল ও কমল। উদ্বোধনী খেলায় অংশ নেয় পার্টনার স্পোটিং ক্লাব ও সবুজ কলি একাদশ। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পার্টনার স্পোটিং ক্লাব। সব কয়টি উইকেট হারিয়ে ১০২ রান তুলে পার্টনার স্পোটিং ক্লাব। জবাবে সবুজ কলি একাদশ সব কয়টি উইকেট হারিয়ে ৯৪ রান করতে সক্ষম হয়। ৮রানে বিজয়ী হয় পার্টনার স্পোটিং ক্লাব। আম্প্যায়ারের দায়িত্বে ছিলেন লিটন ও আলমগীর। উল্লেখ্য যে, এ লীগে উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করছে। এ টুর্নামেন্টের স্পন্সর দিয়েছে চুনারুঘাট পৌর শহরের আনন্দ স্পোর্টস্, সাত রঙ ফ্যাশন ও কিং সুজ।