স্টাফ রিপোর্টার ॥ শহরের ইনাতাবাদ এলাকার লন্ডন প্রবাসির বাসাসহ দুই বাসায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, ইনাতাবাদ এলাকার ফটিক মিয়ার পুত্র তুহিন আহমেদ (২২) ও বহুলা গ্রামের টেনু মিয়া।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে সদর থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তুহিনের নিকট থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। টেনুর বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইনাতাবাদ এলাকার লন্ডন প্রবাসি এনামুল রশীদ ও ব্যবসায়ী সৈয়দ ইমরান হোসেনের বাসায় ডাকাতি সংঘটিত হয়।