শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

টেন্ডুলকারের ‘রেকর্ড’ ভাঙল ১৪ বছরের বালক

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪
  • ৩৫৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পৃথ্বী পঙ্কজ শাহের কীর্তির স্মৃতি সজীব থাকার কথা সবার মনে। এই তো গত নভেম্বরে, কী রেকর্ডটাই না গড়ল ভারতীয় কিশোর! যাদের মনে রয়েছে, থাকুক। যাদের মনে নেই, আবার একটু স্মরণ করিয়ে দেওয়া যাক। মুম্বাইয়ের আজাদ ময়দানে অনুষ্ঠিত ভারতের স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ‘হ্যারিস শিল্ডে’র সেন্ট ফ্রাঞ্চিস ডি’আসিসির বিপক্ষে পৃথ্বী খেলল দুর্দান্ত এক ইনিংস। ৩৩০ বলে ৫৪৬! ইনিংস সাজাল ৮৫টি চার ও পাঁচ ছক্কায়। ছেলেটার কত বয়স জানেন? মাত্র ১৪। ভারতীয় কিশোরের কীর্তি শুনে আপ্লুুত হয়েছিলেন সুনীল গাভাস্কার। এবার পৃথ্বী পেল আরেকটি সুসংবাদ। ভারতের ঐতিহাসিক ‘ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার’ (সিসিআই) সদস্য পদ পেয়েছে সে। কাল ব্যাপারটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। পৃথ্বীই এখন সিসিআইয়ের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার, আগে যে কীর্তিটা ছিল টেন্ডুলকারের। ক্লাব সভাপতি সিবান্তি পারেখ বলেন, ‘অসম্ভব কাজটি করেছে আমাদের ক্রিকেট কমিটি। সিসিআই এ বিশেষ সুবিধা দিয়েছে তাকে উৎসাহিত করতে। এটা শচীনের ক্ষেত্রেও ঘটেছিল। ক্রিকেটারদের তুলে আনতে আমরা সব সময়ই আগ্রহী। এখন থেকে ক্লাবের দরজা তার জন্য খোলা। নিশ্চিত পৃথ্বী প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে। ক্রিকেটার হিসেবে তার উন্নয়নে যদি কিঞ্চিৎ ভূমিকা রাখতে পারি, তাতেই খুশি আমরা।’ দারুণ খুশি পৃথ্বীও। বলল, ‘সম্মানিত বোধ করছি। ঐতিহ্যবাহী এ ক্লাবে অনেক সুবিধা রয়েছে। অনেক বিখ্যাত খেলোয়াড় এখানে খেলেছেন। ক্লাবের দারুণ মাঠে হ্যারিস শিল্ডের একটি ম্যাচে শতক হাঁকিয়েছিলাম।’ পৃথ্বী যখন ৫৪৬ করল তখন আপনা আপনি শচীন-কাম্বলির ঐতিহাসিক ৬৬৪ রানের জুটির প্রসঙ্গ এসেছিল। প্রায় দুই যুগ আগে এ টুর্নামেন্টেই বন্ধু বিনোদ কাম্বলিকে নিয়ে ৬৬৪ রানের জুটি গড়েছিলেন শচীন টেন্ডুলকার। সিসিআইয়ের সদস্য হওয়ার পর আবারও অবধারিতভাবেই শচীন প্রসঙ্গ এল। ঐতিহ্যবাহী সিসিআইয়ের ড্রেসিং রুম ও ক্লাব হাউসে ১৮-এর নিচে কারও যাওয়ার অনুমতি নেই । কিন্তু ১৯৮৮ সালে টেন্ডুলকারকে যখন ক্লাব সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখনই বাধে ফেঁকড়া। কেননা, লিটল জিনিয়াসের বয়স তখন যে মোটে ১৫। কেবল টেন্ডুলকারের জন্য সেবার নিয়ম সংশোধন করে সিসিআই। একই ঘটনা ঘটেছে পৃথ্বীর ক্ষেত্রেও। সব কথার এক কথা, পৃথ্বী পারবে টেন্ডুলকারের মতো মহীরুহে পরিণত হতে? সে উত্তর না হয় সময়ের হাতেই তোলা থাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com