মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের তেলিয়াপাড়া নোয়াহাটি মোড় থেকে শনিবার রাত ১০টায় তেলিয়াপাড়া বিওপির বিজিবি সদস্যরা ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে তেলিয়াপাড়া বিওপির বিজিবি সদস্যরা তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে টহলকালে বস্তায় করে উল্লেখিত মদের বোতল মোটরসাইকেল যোগে নিয়ে যাচ্ছিল। এ সময় বিজিবি সদস্য জহির অপর মোটর সাইকেল নিয়ে পেছনে ধাওয়া করলে পাচারকারীরা বস্তা পেলে পালিয়ে যায়। রাস্তায় পড়ে অনেক মদের বোতল ভেঙ্গে যায়। ঘটনাস্থল থেকে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে বলে নায়েক সুবেদার হাবিবুর রহমান জানিয়েছেন ।