স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া স্টেশনে অজ্ঞান পার্টির কবলে পড়ে কামাল মিয়া (৪৫) নামের এক শ্রমিক সর্বস্ব খুইয়েছে। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাঘাউড়া গ্রামের মৃত সিকান্দর মিয়ার পুত্র বৃহস্পতিবার মধ্যরাতে ট্রেনযোগে কুমিল্লা থেকে ট্রেনযোগে হবিগঞ্জ আসছিল। রাতে আখাউড়া রেল স্টেশনে পৌছলে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।