গ্রেটার মানচেষ্টার (ইংল্যান্ড) প্রতিনিধি ॥ নর্থ ইংল্যান্ডে কর্মরত বাংলাদেশী টিভি সাংবাদিকদের কর্মদক্ষতা বাড়াতে ও ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে ‘নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন’ নামে নতুন একটি সংগঠন গঠিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ম্যানচেষ্টারের জিএমবিএ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলা টিভি’র এমডি সাজ্জাদ আজিজ মালিক। মিসবা উদ্দিন সায়েম ও গৌছুল চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জিএমবিএ এর চেয়ারম্যান এ নাসের ওয়াহাব, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান, শেখ ছুরত মিয়া আছাব, কাউন্সিলার হাসান খাঁন, আহমদ হোসেন হেলালসহ নর্থ ইংল্যান্ডে কর্মরত বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ ছাদেক আহমদকে প্রেসিডেন্ট ও গৌছুল ইমাম চৌধুরীকে সেক্রেটারী করে ২ বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়।