স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আব্দুল কাইয়ুম (২২) নামে এক সিএনজি চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সে উপজেলার ইছাকোটা গ্রামের সুরুজ আলীর পুত্র। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে শহরের খাজা গার্ডেন সিটি এলাকা থেকে তাকে আটক করা হয়। শহরের শায়েস্তানগর এলাকার পিঠা ব্যবসায়ী আব্দুল হকের স্ত্রী শামীমা আক্তার (২৪) জানান, তার একটি সীম চুরি করে নিয়ে যায় আব্দুল কাইয়ুম। সীমটি উদ্ধারে শামীমা বিভিন্ন কৌশল অবলম্বন করে। তার এক আত্মীয় পাইকপাড়া গ্রামের কিম্মত আলীর কন্যা ঝর্ণা বেগম (২০) কে দিয়ে কাইয়ূমকে প্রেমের ফাঁদে ফেলে। এক পর্যায়ে ঝর্ণা কাইয়ূমকে গতকাল বিকাল ৪টায় খাজা গার্ডেন সিটিতে দেখা করতে বলে। তার কথামতো কাইয়ুম তার তিন বন্ধু রনি, মোতাব্বির ও মর্তুজ আলীকে নিয়ে সিএনজিযোগে খাজা গার্ডেন সিটিতে দেখা করতে আসে। এসময় কাইয়ূম সিএনজি থেকে নেমে ঝর্ণার সাথে কথা বলে। এক পর্যায়ে শামীমা ৩-৪ জন যুবক নিয়ে কাইয়ুমকে আটক করে। এ সময় কাইয়ূমের অপর বন্ধুরা পালিয়ে যায়। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। থানায় আটক কাইয়ূম এ প্রতিনিধিকে জানায়, সে সীম চুরি করেনি। ঝর্ণার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রতারণার মাধ্যমে তাকে ফাঁসিয়ে দেয়া হয়। এব্যাপারে এএসআই সুরুজ আলী জানান, আপাতত আটক রাখা হয়েছে। যাচাই করা হচ্ছে।