স্টাফ রিপোর্টার ॥ দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ সি.এম দিলওয়ার রানা পরিবারের পক্ষ থেকে গতকাল শুক্রবার বিকালে শায়েস্তানগর টাউন জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, আজিজুর রহমান (প্রাক্তন চীফ ইঞ্জিনিয়ার সড়ক ও জনপদ বিভাগ), হবিগঞ্জ জেলার এক্সিকিউটিব ইঞ্জিনিয়ার মোঃ শামীম আল মামুন জুয়েল, নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন প্রমুখ। দোয়া পরিচালনা করেন, শায়েস্তানগর জামে মসজিদের ইমাম।
উল্লেখ, সেপ্টেম্বর মাসে ডাঃ সি.এম দিলওয়ার রানার পরিবারের জন্য একটি শোকের মাস। এই মাসে তিনি হারিয়েছেন পিতা-মাতা, ভাইসহ অনেক আত্মীয়-স্বজন। তাই উনাদের বিদ্রেহী আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।