চুনারুঘাট প্রতিনিধি ॥ ৪৯ বোতল ভারতীয় মদসহ তানিম তালুকদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে তানিমকে মদসহ আটক করেন সুবেদার আব্দুুল আজিজ। এ সময় তার মোটরসাইকেলটিও আটক করা হয়। তানিমের বাড়ী মিরাশি ইউনিয়নের কাকাউস গ্রামে। সে ওই গ্রামের কুতুব তালুকদারের পুত্র। বিজিবি ও এলাকাবাসিরা জানান, আসামপাড়া বাজারের পাশে গোবরখলা গ্রামের শেখ পাড়া এলাকার শাহীন ভুইয়ার বাড়ি থেকে ৪৯ বোতল অফিসার চয়েস ব্লু কিনে মোটরসাইকেল যোগে পাচারের সময় হাতেনাতে তানিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়ের করা হয়েছে।