চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সিএনজি-টেম্পু মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কাঠ ব্যবসায়ী সদর ইউনিয়নের গোগাউড়া গ্রামের মৃত জহুর আলী মাষ্টারে ছেলে। তিনি সিএনজি যাত্রী ছিলেন। গতকাল সকাল ১১টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের শ্রীকুটা বাজারে সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিএনজিটি শ্রীকুটা বাজরের সন্নিকটে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়া মারা যান। চুনারুঘাট থানা ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা শিকার করেছেন।