প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর সিকদার লোটন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহাদ ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় সদস্য হেলাল উদ্দিন হেলাল ও মিয়া আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা।
জেলা জাতীয় যুব সংহতির সভাপতি কাজল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিউর রহমান সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিবলী খায়ের, উস্তার তালুকদার, জেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, জেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি মুরাদ আহমেদ, মাসুক আহমেদ, সামিউন খান সানি, সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা আহ্বায়ক নুরুল আমিন পাঠান ফুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, আব্দুল হাই, প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান, হেলাল মিয়া, হিমেল চৌধুরী, আফরোজ তালুকদার, জামাল আহমেদ, নুর মিয়া, আফরোজ মিয়া প্রমুখ।