বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

পৌরসভার মতবিনিময় সভায় এমপি আবু জাহির ॥ যানজট নিরসনে আইন প্রয়োগের পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে শহরের যানজট নিরসন করে হবিগঞ্জকে একটি সুশৃঙ্খল শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। যানজট নিরসনে আইন প্রয়োগের পাশাপাশি সকলের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। হবিগঞ্জ শহরের যানজট নিরসনের লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট মোঃ আবু জাহির এমপি শহরকে যানজটমুক্ত রাখতে ট্রাফিক আইনের যথাযথ বাস্তবায়নের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। সাথে সাথে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিবৃন্দদের আইনপ্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানান। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা তাদের বিভিন্ন প্রস্তাব ও সমাধানের সাম্ভাব্য উপায় তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ যে সকল ব্যাপারে ঐক্যমত পোষন করেন সেগুলো হলো-সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত শহরে ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ করবে না, পৌরসভার দেয়া নম্বার-প্লেইট ছাড়া টমটম শহরে চলাচল করবে না, দুরপাল্লার বাসগুলো শহরের ভিতর নয় বরং পৌরবাস টার্মিনাল হতে ছাড়বে, বানিয়াচং ও নবীগঞ্জ বাসষ্ট্যান্ড ও জীপষ্ট্যান্ডকে রাস্তার উপর হতে সরিয়ে নেয়া হবে, শহরের রাস্তার পাশে অবৈধ স্থাপনা, টং দোকান, রাস্তার পাশে বা ড্রেনের উপর রাখা ব্যবসায়ীদের যে কোন ধরনের মালামাল সরিয়ে নেয়া হবে, পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলো ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তাদের পক্ষ হতে স্বেচ্ছাসেবক নিয়োগ করবে, ব্যাক রোডের স্পীড ব্রেকার সরিয়ে নেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকগণ রাস্তায় যাতে টমটমসহ যানবাহনগুলো সঠিক ট্রাফিক আইন মেনে চলে এবং যত্রতত্র পাকিং করতে না পারে সেব্যাপারে দায়িত্ব পালন করবেন। এছাড়াও শহরকে যানজটমুক্ত করতে আরো অন্যান্য সিদ্ধান্তের ব্যাপারে সভায় ঐক্যমত পোষন করা হয়। সভায় অবৈধ স্থাপনা সহ রাস্তার পাশে রাখা দোকানের মালামাল সরিয়ে নেয়ার জন্য নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, পৌর কাউন্সিলর আবুল হাসিম, মোহাম্মদ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক, ট্রাফিক ইন্সপেক্টর আনিছুজ্জামান, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী, ব্যবসায়ী ইমদাদুর রহমান বাবুল, ফজলুর রহমান লেবু প্রমুখ। সভা উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা বালা পাল, হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীসহ পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com