অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ বিশিষ্ট সমাজসেবক, তরুণ রাজনীতিবিদ দেলুয়ার হোসেন চৌধুরী (দিলু) সার্বিক ব্যবস্থাপনা ও প্রবাসী চ্যারিটি সংগঠন জাস্ট হেল্প গ্লোবাল এর আর্থিক সজুগিতায় অনুষ্টিত হলো ঈদ উৎসব. মূলত গ্রামের সকল মানুষকে নিয়ে একত্রে সময় কাটানো, ঈদ কুশলাদি বিনিময় ও সকলে মিলে বিশেষ খাওয়া দাওয়াই ছিল মুখ্য উদ্দেশ্য।
দেলুয়ার হুসেইন চৌধুরী উৎসবে আগত সকলকে স্বাগত জানান। যদিও অনুষ্ঠানটি গত পনেরোই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে গত বিশ তারিখে অনুষ্ঠিত হল এ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রায় পাঁচশত লোক উপস্থিত ছিলেন। যদিও আবহাওটা ততটা অনুকূলে ছিলোনা তথাপি সকলে একসঙ্গে সময় কাটানোটাই ছিল আনন্দের। অনুষ্ঠানে উপস্থিত মুরুব্বী, পুরুষ, মহিলা ও শিশুদের উপস্তিতি ছিল লক্ষণীয়। সকলেই গ্রামের মাঝে এই ধরণের আয়োজনকে একটি বেতিক্রম ও মাইলফলক হিসাবে বর্ণনা করেন এবং দেলুয়ার হোসেইন চৌধুরী (দিলু) কে ভূয়সী প্রশংসা করেন। মধ্যাহ্ন ভোজের পর, পরিশেষে সকলকে ধন্যবাদ ও বিশেষ করে প্রবাসীরা (জাস্ট হেল্প গ্লোবাল) যারা আর্থিক সহযোগীতায় করেছেন তাদের প্রতি ও ধন্যবাদ প্রদান করেন। সকলের সহেযাগীতায় অব্যাহত থাকলে ভবিষ্যতে আরো সামাজিক কর্মকান্ড চালিয়ে যাবার আশা ব্যক্ত করেন তিনি।