স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান সড়কে টমটম উল্টে স্কুল ছাত্রীসহ ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ঘাটিয়াবাজার থেকে একটি টমটম ওই সড়ক হয়ে প্রধান সড়কে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হবিগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী শাম্মী আক্তার (১৫), আহাম্মদ আলী (২০) ও সেলিনা (১৯) আহত হয়। স্থানীয় লোকজন টমটম আটক করলেও চালক পালিয়ে যায়। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।