স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ধুলিয়াখাল শিল্প নগরী এলাকার কাছে সিএনজির ধাক্কায় জালাল মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে ঘটনাটি ঘটে। নিহত জালাল চুনারুঘাট উপজেলা মিরাশি গ্রামের মৃত আব্দুল বারিক মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুনারুঘাট থেকে হবিগঞ্জ আসার পথে ধুলিয়াখাল নামক স্থানে পৌছলে অপরদিক থেকে আসা সিএনজিটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তাৎক্ষণিক লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।