স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারো প্রকাশ্যে বখাটেদের হামলার শিকার হয়েছে কলেজ ছাত্রী নাঠ্যকর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার শিকার ছাত্রী হলেন, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী ও হবিগঞ্জ খোয়াই থিয়েটারের জনৈক নাট্যকর্মী (১৮)। গতকাল সোমবার দুপুরের দিকে শহরের টাউন হল সড়কের জেলা আওয়ামীলীগ কার্যালয়ের পাশে খোয়াই থিয়েটারে নাটকের একটি রিহার্সেল চলাকালে হামলার শিকার হন কলেজ ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে ক্লাস শেষ করে হবিগঞ্জ খোয়াই থিয়োটারে জঙ্গিবাদ বিরোধী একটি নাটকের রিহার্সেল করতে যান তিনি। রিহার্সেল চলাকালে একদল বখাটে ভিতরে প্রবেশ করে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। এ সময় সে বাঁধা দিলে বখাটে আশরাফুল ইসলাম জুমেল, হাবিবুর রহমান আকাশ ও আলী রেজা রাজুসহ একদল বখাটে তার উপর হামলা চালায়। এ ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য নাট্যকর্মীসহ আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে গেলে ওসি ইয়াসিনুল হক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠান। আহত কলেজ ছাত্রী শহরের রাজনগর এলাকার বাসিন্দা। এ ব্যাপারে সদর থানার ওসি ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসার জন্য ওই ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।