মোঃ আক্তার হোসেন ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে সড়ক দুর্ঘটনায় সামছুদ্দিন তালুকদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সামছুদ্দিন উপজেলার ধুলিয়াখাল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলে সামছুদ্দিন মসজিদ থেকে আছরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ধুলিয়াখাল বাইপাস সড়কে পৌছামাত্র হবিগঞ্জগামী একটি মেয়াদউত্তীর্ণ ম্যাক্সি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডাঃ দেবাশীষ দাস মৃত ঘোষণা করেন। জনতা ম্যাক্সিটি আটক করলেও চালক পালিয়ে যায়।