স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রায়ধর গ্রামে রুনা আক্তার (১৭) নামের এক কিশোরী ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। কন্যার সন্ধান না পেয়ে ওই কিশোরীর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কিশোরীর পিতা আব্দুল হামিদ থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী সুত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় রুনা বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।