চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারঘাটের পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গাজীপুর এলাকায় সুতাং নদীর ‘ক’ অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। কোন প্রকার লিজ না নিয়ে এসব বালু উত্তোলন করা হচ্ছে বলে স্থানীয়রা জানান। রাজনৈতিক দলের একটি প্রভাবশালী চক্র সরকারের রাজস্ব ফাকি দিয়ে সুতাং নদীর ওই অংশ থেকে বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছে। রাত-দিন ট্রাক্টর, ডায়না, ট্রাক, ট্রলি ও ভ্যানগাড়ী দিয়ে অবাধে বালু পাচার করা হচ্ছে। অথচ একই নদীর অন্যান্য অংশ সরকারিভাবে লিজ দিয়ে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা হয়েছে। কিন্তু ওই অংশকে কেন লিজের আওতায় আনা হচ্ছে না এ নিয়ে নানা কৌতুহল চলছে। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) তনময় ইসলাম বলেন লিজবিহীন কোন এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, হলহলিয়া গাজীপুর এলকায় সুতাং নদী থেকে ড্রেজার মেশিন কিংবা দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক দিয়ে কিছু সংখ্যক প্রভাবশালী রাজনৈতিক নেতা নিজেদের ইচ্ছামতো বালু উত্তোলন করছে। যেখান থেকে প্রতি ট্রাক ২ হাজার, ট্রাক্ট্রর প্রতি ১২”শ টাকা, ট্রলি ৭’শ টাকা এবং ডায়না প্রতি ১ হাজার টাকা আদায় করে বালু পাচার করছে। গড় হিসেবে প্রতিদিন কমপক্ষে ৬০ হাজার টাকার বালু বিক্রি করা হচ্ছে। ওই সব টাকার ১টি অংশ সরকারের রাজস্ব খাতে জমা হওয়ার কথা। অথচ সরকারি নিয়মনীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লুটেপুটে খাচ্ছে রাঘব বোয়ালরা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি পড়েছে কি না কেউ জানে না।