নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পত্রিকা বিক্রির নামে বখাটেপনা চালিয়ে যাচ্ছে জামাল উদ্দিন নামে এক যুবক। শিক্ষা প্রতিষ্ঠানে পত্রিকা বিক্রির নাম করে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জামাল উদ্দিনের বাড়ি পৌর শহরের আনমনু গ্রামে। হকার না হয়েও তার দাবী সে পত্রিকার হকার। স্থানীয় দুয়েকটি পত্রিকা হাতে নিয়ে স্কুলের আশপাশে সে ঘোরাফেরা করে। রাস্তাঘাটে মেয়েদের দেখলেই সে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে শুরু করে। সাধারণ মানুষসহ খোদ পত্রিকা এজেন্ট ও হকার সমিতি তার বিরুদ্ধে এমন অভিযোগ করছেন। হকার সমিতি ও পত্রিকার একমাত্র এজেন্ট বিশ্ব সংবাদ বিতানের কর্তৃপক্ষ জানিয়েছেন জামাল উদ্দিন নামে কোন হকার তাদের নেই। প্রতিনিয়ত তার বিরুদ্ধে এমন অভিযোগ তাদের কাছেও আসছে। এ ব্যাপারে বিশ্ব সংবাদ বিতানের মালিক ও পত্রিকার একমাত্র এজেন্ট মোশাহিদ আলী সংবাদপত্র শিল্পের ভাবমূর্তি রক্ষার্থে জামাল উদ্দিনের হাতে যেন পত্রিকা তোলে দেয়া না হয় সে দাবী জানান পত্রিকা মালিকদের প্রতি। অভিযোগ সূত্রে জানাযায়, উক্ত জামাল উদ্দিন বিগত ৫ সেপ্টেম্বর নবীগঞ্জ থেকে প্রকাশিত একটি পত্রিকার কতগুলো কপি নিয়ে হিরা মিয়া গার্লস স্কুলে প্রবেশ করে ৬ষ্ট ও ৭ম শ্রেণীর দু’ছাত্রীকে উত্ত্যক্তকালে শিক্ষার্থীরা তাকে আটক করে। এক পর্যায়ে স্কুলের শিক্ষকরা এগিয়ে এসে পত্রিকার হকার ভেবে শাসিয়ে ছেড়ে দেন। প্রায়ই স্কুলের শিক্ষর্থী ও পথচারীরা মেয়েরা জামাল উদ্দিনের কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে উঠেছে বলে জানা গেছে।