চুনারুঘাট প্রতিনিধি ॥ আমেরিকার নিউইয়র্কে সন্ত্রাসীদের গুলিতে নিহত আল ফুরকান জামে মসজিদের ইমাম মাওঃ আলাউদ্দিন আখঞ্জীর কুলখানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চুনারুঘাট উপজেলার মধ্য দেওরগাছ গ্রামে আলাউদ্দিন আখঞ্জীর ২য় স্ত্রী কলসুমা খাতুনের বাড়ীতে এ কুলখানী উপলক্ষে কোরআনখানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।