স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৯টায় পুলিশ লাইনে পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে ১শ টাকা পরীক্ষার ফিস ‘১-২২১১-০০০০-২০১৩ কোডে জমা দিয়ে চালানের কপি এবং সকল পরীক্ষার সনদ এবং ৩ কপি ছবিসহ পুলিশ লাইনে উপস্থিত হতে হবে। সেখানে শারিরিক মাপ ও শারিরিক পরীক্ষা শেষে দেড় ঘন্টার ৪০ নম্বরের লিখিত পরীক্ষা এবং পরে ২০ নম্বরের মৌখিক ও মনস্তাত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, সম্পুর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশের কনস্টবল পদে লোক নিয়োগ করা হবে। চাকুরীরর জন্য কেউ যাতে কোন প্রকার লেনদেন না করে সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক করে দেন। কনস্টবল পদে নিয়োগ পেতে আবেদনের প্রক্রিয়া ও যোগ্যতা সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা জেলার সকল পুলিশ স্টেশনে পাওয়া যাবে।