প্রেস বিজ্ঞপ্তি ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সর্ব সম্মতিক্রমে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। এতে ১নং প্যানেল চেয়ারম্যান মনোনীত হন ৩নং ওয়ার্ডের তৃতীয় বারের মতো নির্বাচিত মেম্বার ও সাবেক প্যানেল চেয়ারম্যান ফারছু মিয়া, ২নং প্যানেল চেয়ারম্যান হলেন ৬নং ওর্য়াডের দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেম্বার শাহ সামছুল ইসলাম সুজন ও ৩নং প্যানেল চেয়ারম্যান হলেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার রাজিয়া বেগম।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ওই দিন সকালে ইউপি কমপ্লেক্স ভবনে প্যানেল চেয়ারম্যান গঠনের লক্ষ্যে পরিষদের বিশেষ সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান আলী আহমদ মুছা। অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য শেষে চেয়ারম্যান আলী আহমদ মুছা প্যানেল গঠনের লক্ষ্যে উপস্থিত সকল সদস্যদের মতামতের আহ্বান জানান। এ সময় ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য সাংবাদিক এম এ বাছিত এ বিষয়ে কেউ আলোচনা না করে চেয়ারম্যান আলী আহমদ মুছাকে প্যানেল গঠনের জন্য প্রস্তাব দেন। উক্ত প্রস্তাবে সকল সদস্য-সদস্যাগণ এক মত পোষন করেন। পরে নব নির্বাচিত চেয়ারম্যান দীর্ঘক্ষন বক্তব্য শেষে উপরোক্ত প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেন। এতে উপস্থিত সকল সদস্য-সদস্যাবৃন্দ করতালীর মাধ্যমে স্বাগত জানান। বিশেষ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার শ্রীভাষ পাল, মোঃ আকাব মিয়া, ফারছু মিয়া, গোলাম হোসেন চৌধুরী রাজু, মোঃ আল আমীন খান, শাহ সামছুল ইসলাম সুজন, আব্দুল মন্নাফ, এম এ বাছিত, আব্দুস ছুবান, শাহ ছুরাইয়া বখস, রাজিয়া বেগমসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। সভা পরিচালনা করেন ইউপি সচিব মোঃ শাহজাহান মিয়া।