স্টাফ রিপোর্টার ॥ অগ্রণী ব্যাংকের ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে মাধবপুর উপজেলার সায়হামনগরস্থ নোয়াপাড়া বাজারে চালু করা হয়েছে “অগ্রণী দুয়ার ব্যাংকিং”। গতকাল ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে অগ্রণী দুয়ার ব্যাংকিং এর নোয়াপাড়া এজেন্ট পয়েন্ট এর উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত। এ উপলক্ষ্যে নোয়াপাড়পস্থ আইবি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, অগ্রণী ব্যাংক সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ ইউসুফ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও দুয়ার ব্যাংকিং এর চেয়ারম্যান ড. এ.কে.এ মুবিন, অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ শামস্-উল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপ-পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (আইটি) কাজী আলমগীর, দুয়ার সার্ভিসেস এর এমডি ও সিইও সৈয়দ আহমাদ রসুল, মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান।
বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আক্তার হেলেন, নোয়াপাড়া অগ্রণী দুয়ার ব্যাংকিং এর এজেন্ট এফ এম আতাউল মোস্তফা সোহেল।
সভা শেষে ফিতা কেটে নোয়াপাড়া অগ্রণী দুয়ার ব্যাংকিং এর এজেন্ট পয়েন্টের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত। এতে আনুষ্ঠানিকভাবে নোয়াপাড়া অগ্রণী দুয়ার ব্যাংকিং এর এজেন্ট এফ এম আতাউল মোস্তফা সোহেল হাতে এজেন্ট সনদ তুলে দেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত ও দুয়ার ব্যাংকিং এর চেয়ারম্যান ড. এ.কে.এ মুবিন।
উল্লেখ্য, নোয়াপাড়া অগ্রণী দুয়ার ব্যাংকিং এর এজেন্ট পয়েন্টটি শায়েস্তাগঞ্জ অগ্রণী ব্যাংকের সাথে সংযুক্ত থাকবে। তবে ওই পয়েন্টে গ্রাহকরা পুর্ণাঙ্গ ব্যাংকের ন্যায় সহজে লেন-দেন করতে পাবেন।