সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

এক সময়ে টাকার অভাবে পরীক্ষা দেয়া হয়নি ॥ সেই অরুন সবজি চারা উৎপাদন করে কোটিপতি

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাত্র ১২শ’ টাকার জন্য ফরম পূরণ করতে পারেননি। ফলে সম্ভব হয়নি মাধ্যমিক পরীক্ষা। ক্ষোভে দু:খে পড়ালেখা বাদ দিয়ে নেমে পড়েন সবজি চারা উৎপাদনে। ভাগ্য সুপ্রসন্ন হয় তার। আজ তিনি কোটিপতি। তিনি হলেন-মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ভবানিপুর গ্রামের মৃত বিনোদ বিহারী দাসের ছেলে অরুন কুমার দাস (৪০)। আলাপকালে অরুন দাস জানান, ১৯৯৮ ইং সনে মাত্র ১২ শত টাকার জন্য মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি। সেই থেকে বন্ধ হয়ে য়ায় তার লেখাপড়া। ২/৩ বছর বেকার থেকে ২০০২ সনে সুদে টাকা এনে বাড়ির পাশে ১৮ শতক ভূূমিতে শুরু করেন সবজি চাষাবাদ। এরপর থেকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি তাকে। এর আয় দিয়ে ৪ বছরের মাথায় মাধবপুর চৌমুহনী জেলা পরিষদ সড়কের নিকটে মনতলা তেমনিয়ার দক্ষিণ পাশে ৩০ শতক জমি ক্রয় করে সাথে ১৫ শতক লিজ নিয়ে মোট ৪৫ শতক ভূূমিতে উপর গড়ে তুলেন লোকনাথ নার্সারি (রেজিনং-২৫)। তাঁর নার্সারিতে শুধু সবজির চারা উপাদন করেন তিনি। নার্সারীতে রয়েছে বিভিন্ন জাতের হাইব্রিড টমেটো, বাধাঁকফি, ফুলকফি, লাফাবেগুন, হাজারীবেগুন, শিংনাথবেগুন, মরিচ, লাউ, করলা, ঝিঙ্গে, চিচিংগাসহ বিভিন্ন সবজির চারা। আষাঢ় মাসে মৌসুম শুরু হলেও চারা বিক্রয় শুরু হয়ে শ্রাবন মাস থেকে চলে কার্তিক মাস পর্যন্ত। শ্রাবন থেকে কার্তিক মাস পর্যন্ত সময়ে প্রতিদিনই চারা বিক্রয় করেন অরুন। তিনি জানান এসময়ের মধ্যে ৪ বার বীজ থেকে চারা উৎপাদন করেন তিনি। ৪৫ শতক জমিতে প্রতিবার ৪ লক্ষ টাকার বীজ ১ লক্ষ টাকার আসবাবপত্র কিটনাশক ও ১ লক্ষ টাকার শ্রমিক মজুরীসহ প্রায় ৬ লক্ষ টাকার খরচ হয় এবং বিক্রয় আসে প্রায় ১২ লক্ষ টাকা। প্রতিবার তার সব খরচ বাদে লাভ আসে প্রায় ৫ লক্ষ টাকার উপরে। এ হিসেবে তিনি জানান আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত তার মোট আয় হয় প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা। এতে করে গত ১০ বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে বৈধভাবে উপার্জন করে এখন অরুন প্রায় ৩/৪ কোটি টাকার মালিক। ইতোমধ্যেই অরুন শ্রেষ্ট চারা উৎপাদনকারী কৃষক হিসেবে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। শনিবার দুপুরে সরজমিনে তার নার্সারিতে গিয়ে দেখা যায় সিলেটের গোলাপগঞ্জের দক্ষিণভাগ গ্রামের ছোয়াব মিয়ার ছেলে আবুল মিয়া, বি-বাড়িয়ার নাছিরনগর উপজেলার চিতনা গ্রামের মৌলানা জহিরুল ইসলাম, চুনারুঘাটের নঈমউল্লা, জালুয়াবাদ গ্রামের শিশু মিয়া এবং তেলিয়াপাড়া গ্রামের সামসু মিয়া সহ প্রায় ১০/১২ জন সবজি চাষি অরুনের নার্সারি থেকে চারা নিতে এসেছেন। তারা সবাই জানান অরুনের উৎপাদিত চারা নিয়ে তারা লাভবান হয়েছেন এজন্য প্রতিবছর তার কাছ থেকে চারা নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com