শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

নবীগঞ্জের তিমিরপুরে পুলিশ-জনতা সংঘর্ষ ॥ পুলিশের ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ॥ ভূমির সীমানা নিয়ে বিরোধ ॥ গুলিবিদ্ধ ৫সহ আহত ৩০

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩
  • ৬৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পুলিশ-জনতা সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছে। এ সময় ৭পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে ও ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। গতকাল দুপুর ২টার দিকে নবীগঞ্জ শহরতলীর পূর্ব তিমিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের এডভোকেট অলক রায় ও একই গ্রামের জমির হোসেনের মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে উভয় পক্ষের মামলা মোকদ্দমা রয়েছে। সম্প্রতি জমির হোসেন রাস্তাটি বাশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এ ঘটনায় এডভোকেট অলক রায় আদালতের মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য সহকারী কমিশনার ভুমিকে নির্দেশ দেন। সেই সাথে ওসি নবীগঞ্জকে চলাচলের রাস্তা হলে তা অপসারণ পূর্বক শান্তি শৃংখলা বজায় রাখার আদেশ প্রদান করেন। আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হক সরজমিন তদন্ত করে বাদীর চলাচলের রাস্তা উল্লেখ্য করে বিগত ২৮ জুলাই তারিখে প্রতিবেদন দেন। গতকাল সোমবার দুপুর ২টার দিকে পুলিশ রাস্তা থেকে বেড়াটি অপসারণ করতে গেলে জমির হোসেন বাধা দেন। জমির হোসেনের বাধা উপেক্ষা করে ওসি জাহাঙ্গীর আলম বেড়া অপসারণের চেষ্টা করেন। এ সময় জমির হোসেনের লোকজন মারমুখী হয়ে পুলিশের উপর হামলার চেষ্টা করে। এ অবস্থায় পুলিশ লাঠিচার্জ করে। উত্তেজিত লোকজন পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। বেগতিক অবস্থায় পুলিশ একের পর এক রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষ ও পুলিশের গুলি বর্ষণে ৫জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়। গুলিবিদ্ধ লালু মিয়া (৯০), রশিদ মিয়া (৪৮),শামীম (২৩), ছাদির মিয়া (২৬) ও সুহেলা বেগম (৩২)কে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে বলে তাদের আত্মীয়স্বজনরা জানান। এছাড়া পুলিশের লাটি চার্জে আহত জমির হোসেন (৩২), তার স্ত্রী ৮ মাসের অন্তসত্ত্বা রোহেলা বেগম (২২), রূপবান বিবি (৪৫), পুলিশের এসআই মিজানুর রহমান (৩৫), এএসআই প্রিয়েল পালত (৩০), কনষ্টবল মাসুদ কাউছার (২৪), উমর ফারুক (২৮), অমিত সিংহ (২১), রাকি সিদ্দীকি (২১), বুরহান উদ্দিন (২১), ইসমাইল হোসেন (২৩), জবা রায়(২৮)সহ প্রায় ৩০ জন আহত হয়। ঘটনার পর পর এলাকায় গিয়ে জমির হোসেন এর বাড়ি-ঘর ভাংচুর, পুলিশের গুলির চিহ্ন ও চোপ চোপ রক্তের দাগ দেখা যায়। এ সময় পুলিশের ছোড়া গুলির ৯ রাউন্ড রাবার বুলেট দেখান জমির হোসেন এর বৃদ্ধ নানা হাজী আলতাব আলী। বাকী গুলি আহতদের শরীরে রয়েছে বলেও তিনি দাবী করেন। আহত জমির হোসেন জানান, নবীগঞ্জ থানার ওসি প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে কোন কারণ ছাড়াই আমি ও আমার নিরীহ পরিবারের লোকজনের উপর গুলি বর্ষনের নির্দেশ প্রদান করেন। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে ওসি জাহাঙ্গীর আলম ২০ রাউন্ড গুলি বর্ষনের কথা স্বীকার করে বলেন, আদালতের নির্দেশে বেড়া অপসারণ করতে গেলে সংঘর্ষ বাধে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এডভোকেট অলক রায় নিজেকে জমির হোসেনের লোকজনের দ্ধারা তার নিজ বাড়ীতে অবরুদ্ধ অবস্থায় আছেন বলে দাবি করেছেন। তিনি বলেন, পুলিশের গুলি বর্ষনের পরে জমির হোসেনের লোকজন তার বাড়ীতে হামলা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com