প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে দুঃস্থ ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় গতকাল শনিবার সকাল ১১টায় কেউন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মোঃ গিয়াস উদ্দিনের বাড়িতে দুঃস্থ ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করেন। এর পূর্বে আলোচনা সভায় লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হবিগঞ্জ আমিরচান কমপ্লেক্সের ব্যবসায়ী হাফেজ শাহ মোঃ ফারুক, যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়া, সোনালী ব্যাংক সিবিএ হবিগঞ্জ আঞ্চলিক শাখার সেক্রেটারী আঃ কাইয়ূম, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হাসান আলী, সাংবাদিক এসএম সুলতান খান, খন্দকার আলাউদ্দিন ও রায়হান আহমেদ। উপস্থিত ছিলেন, ডাঃ আক্তার মিয়া, কেউন্দা গ্রামের মীর মোঃ ছানু মিয়া, ভিংরাজ মিয়া, জাহাঙ্গীর আলম, শেখ রুমন প্রমুখ। উল্লেখ, অসহায় দুঃস্থদের মাঝে ৬শ’ শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়।