প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে আউশকান্দিতে বিছমিল্লাহ্ ছিট ঘর এন্ড কথ ষ্টোর এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা ঢাকা-সিলেট মহাসড়ক নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শাহ জালাল মার্কেটে বিছমিল্লাহ্ ছিট ঘর এন্ড কথ ষ্টোরের উদ্বোধন করেন ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন। হাফেজ মোঃ মোজাক্কির আহমদ তালুকদার ও হাফেজ কাওছার আহমদ এর যৌথ দুরুদ শরিফের মাধ্যমে মোনাজাত করেন, আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ কুতুব উদ্দিন চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, কোষাধক্ষ্য আব্দুর নুর, হবিগঞ্জ জেলা বিএনপি নেতা শাহ এবাদুর রহমান দারা, শিক্ষক তজমুল আলী, ছাত্রদল নেতা শিহাব আহমদ, বিশিষ্ট ব্যবসী লায়েক আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা মোবাশ্বির হোসেন, মোঃ আব্দুল্লাহ, মোঃ তাহির মিয়া, সোহাগ আহমদ চৌধুরী, রায়হান আহমদ, মুরাদ, ওমর ফারুক তালুকদার ইয়াহিয়া, জিন্নুরাইন মোঃ হাম্মাদ প্রমূখ।