স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে সেনাবাহিনী বহনকারী বাস ও ট্রাকের সংঘর্ষে সেনা কর্মকর্তা ও সেনা কর্মকর্তার স্ত্রীসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা জানান, ঢাকা থেকে সেনা সদস্যের বহনকৃত একটি বাস (ডিও ২৯০-২৫৬) সিলেট ক্যানটনমেন্টের উদ্দেশ্যে রওয়ানা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্ত্বরে
পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই একটি ট্রাক (মৌলভীবাজার-ট-১১-০৩০১) এর সংঘর্ষ হয়। এতে সেনাবহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিলেট ক্যানটনমেন্টের লেঃ কর্ণেল আব্দুল মোমেন এর স্ত্রী সাবরিনা জেসমিন (৪০), তার বোন মাহবুবা জামান সরমি (২৫), লেঃ কর্ণেল নিয়ামুল কবির (৪৫), তার মেয়ে প্রাপ্তি (১২), পুত্র উৎপল (১০), ল্যান্স কর্পোরাল মাইদুল ইসলাম (৩৫), সেনা সদস্য নোমান মিয়া (৩২), ট্রাক চালক বাবুল মিয়া (৩৫) আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টাখানেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন, সিভিল সার্জন দেবপদ রায়, আরএমও ডাঃ দেলোয়ার হোসেন চৌধুরী, ডাঃ বজলুর রহমান, ডাঃ শাহরিয়ার হাসানসহ একদল পুলিশ হাসপাতালে ছুটে যান। তাৎক্ষনিক খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শ্রীমঙ্গল বিজিবির স্টাফ অফিসার মেজর মিন্নাত আহমেদ, বিজিবি ৫৫ ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন শাহেদ আহমেদ। রাতে আশংকাজনক অবস্থায় লেঃ কর্ণেল আব্দুল মোমেন এর স্ত্রী সাবরিনা জেসমিন (৪০), ও তার শালিকা মাহবুবা জামান সরমিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।