স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান খোয়াই নদীর ব্রীজের নিচ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন নদীতে গোসল করতে গিয়ে লাশ দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়। সকাল ৯টায় চৌধুরীবাজার ফাঁিড় ইনচার্জ আবু বকর একজন সুইপার নিয়ে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আধারে কেউ এ নবজাতককে নদীতে ফেলে রেখে গেছে। এসআই আবু বকর জানান, কারো পাপ ঢাকতে এ কাজ করা হয়েছে।