স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৯০পিস ইয়াবাসহ রিপন মিয়া (২৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত আমজদ আলীর পুত্র রিপন মিয়া দীর্ঘদিন ধরে দিনারপুর এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গতকাল রাত সাড়ে ১২ টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে রিপনের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৯০পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।