স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর কমলপুর গ্রামের আলফু মেম্বারের ছেলে ইবাদুর রহমান বিলালকে তথ্য প্রযুক্তি ও অর্থ আত্মসাৎ, প্রতারণা মামলায় গতকাল সন্ধ্যা দক্ষিণ কমলপুর থেকে আবারো গ্রেফতার করেছে মাধবপুর থানার এসআই মুমিনুল ইসলাম। তথ্য প্রযুক্তি মামলা নং ৩৩/১৬ মাধবপুর থানা সুত্রে জানা যায় দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকা সম্পাদকে ইলেক্ট্রনিক বিন্যাস এবং ফেইস বুকের মাধ্যমে কটাক্ষ করায় ইবাদুর রহমান বিলাল, মোঃ মশিউর রহমান রুবেল, মোঃ মাহবুবুর রহমান বকুল, এখলাসুর রহমান দুলালে বিরুদ্ধে মামলা দায়ে করে এবং কমলপুরের গ্রামের জামাল মিয়া (প্রবাসী) স্ত্রী নিকট হতে জমি বিক্রয় করার নাম করে ১ লাখ ২০হাজার আত্মসাৎ করায় মামলা দায়ে করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে মাধবপুর থানায় একাধিক নারী নির্যাতন, জমি দখল, ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
উল্লেখ্য, ইবাদুর রহমান বিলালকে ২০১৫সালে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও ২০১৪ সালে বাশ চুরির মামলায় গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ।