প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৩ টি ওয়ার্ডে গরীব অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আউশকান্দি ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বিকালে স্থানীয় রহমান কমিউনিটি সেন্টারে ২০০ টি দ্ররিদ্র পরিবারের মধ্যে এ শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আউশকান্দি ইউসুফ ফাউন্ডেশন এর উপদেষ্টা হাজী আতাউর রহমান। নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম, এ আহমদ আজাদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন সামসুল আলম কনা মাষ্টার, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সুহুল আমীন, প্যানেল চেয়ারম্যান মাসুক মিয়া, ইউপি মেম্বার বদরুল ইসলাম বকুল, সাবেক মেম্বার আব্দুর রউফ, ডাঃ আজিজুর রহমান, সোনাওর হোসেন খান, হাজী শাহানুর আলম প্রমূখ। স্বগত বক্তব্য রাখেন আউশকান্দি ইউসুফ ফাউন্ডেশন এর সভাপতি সমাজ সেবক মুহিবুর রহমান হারুন, হবিগঞ্জ পল্লী বিদ্যূত সমিতির পরিচালক শফিউল আলম হেলাল, সাংবাদিক এম মুজিবুর রহমান, আউশকান্দি ইউসুফ ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক নুরুল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তজমুল আলী, ম্যানেজার মহসিন চৌধুরী দিলশাদ মিয়া প্রমূখ।
এদিকে নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে গরীব অসহায় দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে স্থানীয় হলিমপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৮০ টি দরিদ্র পরিবারের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুজিত চক্রবর্তী। স্কুল শিক্ষক আশিস দাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমর চন্দ্র দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী।