চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সিএনজি চালক অপহরনে ৪ দিন পর অপহৃত সিএনজি চালক শাহ জাহান মিয়া (৩৮) কে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী, ওসি তদন্ত মোহাম্মদ ইকবাল হোসেন, হবিগঞ্জের ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায় ও বানিয়াচং থানার এসআই আবু আব্দুল্লা জাহিদ এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাসুল্লা এলাকার কৃষ্ণনগর কুলিয়ার ছড়া পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত সিএনজি চালক শাহ জাহান মিয়া (৩৮)কে উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরনকারী দলের সদস্য বাসুল্লা গ্রামের নুহু মিয়ার ছেলে মাসুক মিয়া (৩৫) ও কৃষ্ণনগর গ্রামের আঃ রশিদের ছেলে বাসুল্লা বাজারের বিকাশ ব্যবসায়ী কাজল মিয়া (৩২)কে আটক করা হয়।
উল্লেখ্য যে, গত ৪ সেপ্টেম্বর রাত ১২ টায় সিএনজি চালক শাহ জাহান মিয়াকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে সিএনজিসহ অপহরন করে অপহরনকারীরা। শাহ জাহানকে অপহরনের পরে অপহরনকারীরা ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ব্যাপারে সিএনজি চালক শাহ জাহানের ছোট ভাই রমজান মিয়া গত ৫ সেপ্টেম্বর চুনারুঘাট থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন। সাধারন ডায়রীর সূত্র ধরে চুনারুঘাট থানা পুলিশ ও হবিগঞ্জের ডিবি পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াষি অভিযান চালিয়ে অবশেষে বুধবার রাতে অপহৃত শাহ জাহানসহ সিএনজিটি উদ্ধার করে এবং মাসুক মিয়া (৩৫) ও কাজল মিয়া (৩২)কে আটক করা হয়। উদ্ধারকৃত অপহৃত আহত শাহ জাহান চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে। উদ্ধারকৃত অপহৃত আহত শাহ জাহানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।