প্রেস বিজ্ঞপ্তি ॥ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ মটর মালিক গ্র“পের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শামসু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সিলেট লাইনের আহ্বায়ক হাজী মোঃ জিতু মিয়া, মোঃ দিয়ারিছ মিয়া, শামছু উদ্দিন তালুকদার প্রমূখ।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কাজী মোঃ মলাই মিয়া, হাজী আব্দুল ওয়াহাব বাবুল, হাসান বশির রুবেল, দুলাল গোপ তরফদার, নারায়ন লাল দাস চৌধুরী, আহমেদ চৌধুরী ছায়েদ, মর্তুজ আলী, আব্দুল মালেক লেদু, আব্দুল হাই, মহিবুর রহমান, ফুলজার মিয়া, গণি মিয়াসহ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের নিন্দা জানান। সেই সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় মালিক শ্রমিক ঐক্যবদ্ধ আছে ও থাকবে বলে জানান।