প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেটের যুগলটিলা আর্š—জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন মন্দিরে হামলা ও বিভিন্ন স্থানে পুরোহিতদের হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ইসকন হবিগঞ্জ। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারী। বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডঃ স্বরাজ কুমার বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আইনজীবি ঐক্য পরিষদের আহ্বায়ক এডঃ সুধাংশু সূত্রধর, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি এডঃ মনমোহন দেবনাথ, ইসকন উপদেষ্টা পরিষদের সদস্য স্বপন বণিক, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা প্রিয়লতা পাল, এডঃ নারদ গোপ, ইসকন ইয়ুথ ফোরাম পরিচালক হরিভক্ত চৈতন্য দাস ব্রহ্মচারী, ফান্দাউক পাগল শংকর মন্দিরের অধ্যক্ষ সুখধা বলরাম দাস অধিকারী, রাধা কুন্ডেশ্বরী ললিতা দেবীদাসী, এডঃ তুষার মোদক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যুগ যুগ ধরে এদেশে সকল ধর্মের লোকজন শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে স্ব স্ব ধর্ম পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি কতিপয় দুর্বৃত্ত সিলেট ইসকন মন্দিরে হামলা চালিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পুরোহিতদের হত্যা করা হয়েছে। স্বাধীন দেশে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলা এবং পুরোহিতদের হত্যাকান্ড মেনে নেয়া যায় না। সভায় এসব ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয়।